You dont have javascript enabled! Please enable it! 1972.06.13 | দৈনিক পূর্বদেশ-অর্থনীতি পুনর্গঠনে ভারত পূর্ণ-সহযােগিতা দেবে : ঢাকা, ১২ জুন (বাসস) - সংগ্রামের নোটবুক

জুন ১৩, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ

অর্থনীতি পুনর্গঠনে ভারত পূর্ণ-সহযােগিতা দেবে : ঢাকা, ১২ জুন (বাসস)। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে পূর্ণ সহযােগিতা করতে ভারত প্রস্তুত রয়েছে বলে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন। নয়াদিল্লী থেকে ফিরে এসে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। তিনি নয়াদিল্লীতে তিন সদস্য  বিশিষ্ট একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। মিশনের সফলতায় অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী বলেন যে, আমাদের অর্থনীতি গড়ে তুলতে সাহায্যের ব্যাপারে ভারতের তরফ থেকে কিন্তু কোন প্রশ্নই নেই। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আরও বলেন যে, অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রাজনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল হওয়াই হল তার সরকারের উদ্দেশ্য। অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং কৃচ্ছ সাধনের প্রয়ােজনীয়তার উপর অর্থমন্ত্রী গুরুত্ব আরােপ করেন।

পরীক্ষা করে বৈদেশিক সাহায্য নেয়া হবে ঃ কোলকাতা থেকে পিটিআই জানাচ্ছেন যে, জাতীয় অর্থনীতি পুনর্গঠনের জন্য তার সরকার বৈদেশিক সাহায্য গ্রহণ করতে পারেন বলে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন । সাথে সাথে জনাব তাজউদ্দিন এও বলেন যে, তবে পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনার জন্য সাহায্য গ্রহণের সময় বাংলাদেশে মুক্তি আন্দোলনের কালে বৈদেশিক | দেশগুলাে কি ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সরকার তাও সতর্কতার সাথে পরীক্ষা করে দেখবেন। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপ করার সময় অর্থমন্ত্রী এ কথা বলেন। নয়াদিল্লীতে তার মিশনের সফলতায় মন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন যে, উভয় দেশের স্বার্থের খাতিরেই ভারত ও বাংলাদেশের মধ্যে চিরস্থায়ী মৈত্রীর প্রয়ােজন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি