You dont have javascript enabled! Please enable it!

জুন ১০, ১৯৭২ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

সকলের শর্তহীন সাহায্য নেব : কলিকাতা, ৯ জুন (বাসস)। চীন ও পাকিস্তান বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে স্বীকার করে নিলে চীন ও পাকিস্তানের সাথে বন্ধুত্ব বিনিময় করতে তার দেশ প্রস্তুত রয়েছে বলে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল এখানে বলেন। জনাব তাজউদ্দিন বলেন যে, দেশ পুনর্গঠনের জন্য যে কোন দেশ থেকে সাহায্য গ্রহণে তারা রাজি রয়েছেন। তবে এই সাহায্য হতে হবে শর্তহীন। তিনি আরও বলেন, কোন কারণেই স্বাধীনতা বিকিয়ে দেয়া যাবে না। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আরও বলেন, বাংলাদেশের মুক্তির জন্য ভারত যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সে জন্য বাংলাদেশ কখনও ভারতকে বিস্মৃত হতে পারবে না। যে ক্ষেত্রে ‘ভারত আমাদের কঠিন সমস্যা উৎরিয়ে ওঠার জন্য সাহায্যের হাত সম্প্রসারিত করে সে ক্ষেত্রে কতিপয় বিদেশী বন্ধু শুধু কথামৃতই রফতানি করেন বলে অর্থমন্ত্রী বলেন। আস্কারা দেয়া হবে না ঃ জনাব তাজউদ্দিন বলেন, কতকগুলাে দেশ বিশেষ করে পাকিস্তানের যারা কট্টর বন্ধু তারা এবং কিছুসংখ্যক সাম্প্রদায়িক ও ধর্মান্ধ লােক ভারত ও বাংলাদেশের বর্তমান মৈত্রীর বিরুদ্ধে গুজগুজ অভিযান আরম্ভ করে বাস্তবিকই বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কাজ করছে। জনাব তাজউদ্দিন বলেন, বাংলাদেশের জনগণ ও সরকার এইসব তৎপরতার বিরুদ্ধে সদাসতর্ক দৃষ্টি রাখছেন। তিনি ঘােষণা করেন যে, পাকিস্তানের দোসরদের আমরা কোনক্রমেই আস্কারা দেব না।

মুদ্রা স্থিতিশীল হয়েছে। এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রকাশ করেন যে, পাঁচ মাস আগে যা আশা করা গিয়েছিল বাংলাদেশ মুদ্রা এখন তার চেয়ে যথেষ্ট স্থিতিশীল হয়েছে। বাংলাদেশে প্রয়ােজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি সম্পর্কে জনাব তাজউদ্দিন বলেন যে, দ্রব্য মূল্য আয়ত্বে আনার জন্য কতকগুলাে পদক্ষেপ পরীক্ষা করে দেখা হচ্ছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!