মে ৩, ১৯৭২ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
শিল্পীর ন্যায় দেশকে সৌন্দর্যমন্ডিত করুন ঃ (ইত্তেফাক রিপাের্ট)। ধ্বংসস্তুপের উপর দাঁড়াইয়া বাংলার যুবক-যুবতীরা শিল্পীর ন্যায় বাংলাকে সুখ এবং সৌন্দর্যমন্ডিত করিয়া গড়িয়া তুলিবে”। গত ১ মে, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষণ দান প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ উপরােক্ত মন্তব্য করেন। অর্থমন্ত্রী মহাবিদ্যালয়ের বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করিয়া বলেন যে, নতুন দেশে সমস্যা সর্বত্র, তবুও সরকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতি বিশেষ গুরুত্ব আরােপ করিতেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সম্ভাব্য সকল প্রকার সাহায্য প্রদান করিতেছেন। সরকার প্রতিটি ডিগ্রি কলেজে ১০ হাজার টাকা, প্রতিটি ইন্টারমিডিয়েট কজেজে ৮ হাজার টাকা এবং মেধাবী এবং ক্ষতিগ্রস্থ ছাত্র-ছাত্রীদের স্কলারশীপ দান করিয়াছেন। জনাব তাজউদ্দিন তাহার ভাষণে সরকারের এসব কার্যক্রমের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কলেজের ছাত্রীরা একটি গীতি নকশার আয়ােজন করে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি