২৭ অক্টোবর ১৯৭১ঃ সোভিয়েত কানাডা ইস্তেহারে বাংলাদেশ প্রসঙ্গ
https://www.youtube.com/watch?v=G59AWsnum90
সোভিয়েত প্রেসিডেন্ট কোসিগিনের কানাডা সফর শেষে সোভিয়েত কানাডা যৌথ ইস্তেহারে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক সমাধানের উপর জোর দেয়া হয়েছে। ইস্তেহারে বলা হয়েছে ভারতে বিপুল সংখ্যক শরণার্থী আগমন ভারতের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে আর সেখানে আশ্রয় নেয়া এসকল শরণার্থী অমানবিক জীবন যাপন করছে। দুই দেশ পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবের মুক্তি দাবী করে তার সাথে আলোচনা করে সমস্যার একটি রাজনৈতিক সমাধান আশা করেন। সোভিয়েত প্রেসিডেন্ট কানাডার সংসদেও অনুরূপ বক্তব্য পেশ করেন।