২৭ অক্টোবর ১৯৭১ঃ ওয়ার্ল্ড পিস কাউন্সিলের বাংলাদেশ ক্যাম্পেইন
হেলসিঙ্কি কেন্দ্রিক ওয়ার্ল্ড পিস কাউন্সিল বাংলাদেশের জনগনের প্রতি সংহতি জ্ঞাপন করে বিশ্বব্যাপী বাংলাদেশ ক্যাম্পেইন শুরু করেছে। ওয়ার্ল্ড পিস কাউন্সিল বাংলাদেশে রাজনৈতিক সমাধান কাম্য করে। তারা বলেন সাম্রাজ্যবাদী সরকার সমুহ ভারত পাকিস্তান সমস্যায় পাকিস্তানের কীর্তিকলাপ গোপনের উদ্দেশে পাকিস্তানকে সমর্থন করে যাচ্ছে। ওয়ার্ল্ড পিস কাউন্সিল শেখ মুজিবের মুক্তি দাবী করে বলেন গত নির্বাচনে বিজয়ী দলের নেতা শেখ মুজিবের সাথে আলোচনা করেই সমস্যা সমাধান করতে হবে। ওয়ার্ল্ড পিস কাউন্সিল বলেছে সীমান্তে বিপুল সংখ্যক পাকিস্তানী সৈন্য সমাবেশ করে পাকিস্তান সীমান্ত পরিস্থিতি উত্তেজনাকর করে তুলেছে। তারা বলেন বাংলায় সংগঠিত গণহত্যার দায় সাম্রাজ্যবাদী শক্তি সমুহ বহন করবে।