You dont have javascript enabled! Please enable it! 1972.04.21 | দৈনিক পূর্বদেশ-জুনের মধ্যে সংবিধান তৈরি হবে : ঢাকা, ২০ এপ্রিল (বাসস) - সংগ্রামের নোটবুক

এপ্রিল ২১, ১৯৭২ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ

জুনের মধ্যে সংবিধান তৈরি হবে : ঢাকা, ২০ এপ্রিল (বাসস)। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন যে, চলতি বছরের জুনের মধ্যেই সংবিধান তৈরি হয়ে যাবে। ১০ জুন তা বিবেচনার জন্য গণ-পরিষদে পেশ করা হবে। তিনি বলেন ৩৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি সংবিধান প্রণয়ন কাজে ব্যস্ত রয়েছেন। গণপরিষদ এই কমিটি নিয়ােগ করেছেন। আজ সকালে সুইডেনের রাষ্ট্রদূত তার সাথে দেখা করতে গেলে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন তাকে এই তথ্য জানান। সংবিধান পাস হয়ে গেলে নয়া নির্বাচন অনুষ্ঠান হবে কিনা জিজ্ঞাসা করা হলে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশে নয়া সংবিধান প্রণয়ন শেষ হবার পর এবং গণপরিষদ কর্তৃক তা পাস হবার পর সাধারণতঃ নয়া নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাংলাদেশেও অনুরূপ হতে পারে। সুইডেন সরকার কর্তৃক বাংলাদেশকে দু’কোটি দশ লাখ ডলার সাহায্য দেওয়ায় অর্থমন্ত্রী তাদের সরকার ও জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ আজ এখানে বলেন যে, একমাত্র পাট রফতানি করেই বাংলাদেশ বছরে তিনশ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তিনি আরও বলেন যে, পাট রফতানি থেকে অর্জিত অর্থ বাংলাদেশের মুদ্রামান হ্রাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে লেনদেনের ভারসাম্য রক্ষা | করবে। অর্থমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে দৃঢ় আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন যে, কৃষি, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রেও বাংলাদেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। পাক আমলের সমালােচনা করে তিনি বলেন, তাদের ভুল নীতির ফলে অতীতে পাট চাষিদের বিশেষ ক্ষতি হয় এবং পাটজাত দ্রব্যের উৎপাদন কমে যায়। তাই বাংলাদেশ সরকার পাট চাষিদেরকে পাটের ন্যায্য মূল্য দিয়ে তাদের উৎসাহিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি