You dont have javascript enabled! Please enable it! 1972.04.18 | দৈনিক ইত্তেফাক-শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান থাকিবে না - সংগ্রামের নোটবুক

এপ্রিল ১৮, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক

শাসক ও শাসিতের মধ্যে ব্যবধান থাকিবে না : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, অতীতে শাসকগােষ্ঠী নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়া জনগণের নিকট হইতে দূরে সরিয়া থাকিতেন। কিন্তু স্বাধীন বাংলাদেশে শাসক ও শাসিতের মধ্যে কোন ব্যবধান থাকিবে না। তিনি গতকাল (সােমবার) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডাক বাছাই কর্মচারি সমিতির এক কর্মী সমাবেশে ভাষণ দান করিতেছিলেন। তিনি বলেন যে, দেশের সব নাগরিকের সমান অধিকার আছে এবং সরকারের মন্ত্রীরা জনগণেরই অঙ্গ। সরকারের নিকট সমস্যার কথা তুলিয়া ধরার মধ্যে অন্যায় কিছু নাই বরং উহাতে সত্যিকার অবস্থা জানা সরকারের সহায়ক হইবে বলিয়া তিনি অভিমত প্রকাশ করেন এবং মন্ত্রীর লেবেল আঁটিয়া জনগণের নিকট হইতে দূরে | সরিয়া না যাওয়ার আশ্বাস দেন। জনাব তাজউদ্দিন কর্তৃপক্ষের সাথে আলাপ আলােচনার মাধ্যমে কর্মচারিদের সমস্যা সমাধানের আহ্বান জানান এবং ভবিষ্যতে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের জন্য বাসস্থান ও যানবাহনের ব্যবস্থা করা হইবে বলিয়া আশ্বাস দেন। তিনি বলেন যে, ধ্বংসের মধ্যে সােনার বাংলার ভিত্তি স্থাপন করিতে হইবে এবং বঙ্গবন্ধুর ঘােষিত বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে ঝাঁপাইয়া পড়িতে হইবে।

পাকিস্তানী দালালদের অশুভ তৎপরতা ও আন্তর্জাতিক চক্রান্ত সম্পর্কে সতর্ক করিয়া দিয়া তিনি বলেন যে, জাতীয়করণ কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় স্বার্থান্বেষী মহলের গাত্রদাহ শুরু হইয়াছে। তিনি ঘােষণা করেন যে, যত প্রতিকূলতা আসুক না কেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছাইয়া দিতে হইবে। সরকারের অর্থনৈতিক সমস্যার কথা উল্লেখ করিয়া অর্থমন্ত্রী জানান যে, ভারত বাংলাদেশ সরকারকে নগদ ৪০ কোটি টাকা দিয়াছে এবং সাড়ে ৭ লক্ষ টন খাদ্য সরবরাহ করিবে। জরুরী ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করার ব্যাপারে বিভিন্ন অসুবিধার কথা উল্লেখ করিয়া বলেন যে, বর্তমানে বন্দরগুলির কর্মক্ষমতা কম বলিয়া আমদানি বাধাগ্রস্ত হইতেছে। তবে রুশ বিশেষজ্ঞরা বন্দর পরিষ্কার করার কাজে হাত দিয়াছেন এবং অচিরেই বন্দর সম্প্রসারণ করিয়া বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি করা সম্ভপর হইবে। অভ্যন্তরীণ যােগাযােগের অসুবিধার প্রসঙ্গে তিনি জানান যে, ভারতের প্রদত্ত ৮শত ট্রাকসহ মােট দুই হাজার ট্রাক আছে, তবে সদ্য মেরামতকৃত সেতুগুলি অধিক ভার বহনে অক্ষম এবং বর্ষার আগমনে বিকল্প পথগুলিও জলমগ্ন হইয়া পড়িতেছে। তিনি চোরাচালানী দমন ও খাদ্যের সুষ্ঠু বন্টনের ব্যাপারে দেশপ্রেমিক নাগরিকদের সহায়তা কামনা করে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি