৩০ সেপ্টেম্বর, ১৯৭১ আসগর খান
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ এক সাংবাদিক সম্মেলনে তাহরিকে ইশতেকলাল প্রধান এয়ার মার্শাল (অব:) আসগর খান বলেন, আওয়ামী লীগের নির্বাচিত এম.এন.এ ও এম.পি.এ-দের অবস্থা যাই হোক আর যেখানেই তারা থাকুন সাধারণ ক্ষমাকে সম্প্রসারিত করে তাদের সবাইকে ক্ষমা এবং স্বপদে পুনর্বহাল করা উচিত। তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেছেন, তাদের ক্ষমতায় আসা উচিত। তার এই প্রস্তাব গ্রহন করিলে প্রদেশে মৃত্যু জনিত কারন ছাড়া উপনির্বাচনের প্রয়োজন হইবে না। তিনি বলেন স্বেচ্ছাসেবী (রাজাকার) ও শান্তি কমিটি গুলি মফস্বলে খুব অত্যাচার করিতেছে। তিনি বলেন পরাজিত দলের সদস্যদের মন্ত্রী করা সঠিক হয় নাই।