You dont have javascript enabled! Please enable it!

এপ্রিল ১০, ১৯৭২ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

আটক বাঙ্গালিদের ফিরাইয়া দেওয়ার জন্য আর সময় দেওয়া যায় না? পাক শাসকদের অবাস্তব দৃষ্টিভঙ্গির ফলে উপ-মহাদেশের সমস্যাদি জটিল এবং পরিস্থিতি আরও উত্তেজনাকর হইতেছে বলিয়া গতকাল (রবিবার) অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ মন্তব্য করেন। যুগােশ্লাভ শ্রমজীবী সমাজবাদী জোটের সেক্রেটারি জেনারেল মি. আলি শুকরিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুগােশ্লাভ চার্জ দ্য এফেয়ার্স মি. মীর কোজেকের সহিত অর্থমন্ত্রী আলােচনা করিতেছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বাংলাদেশের বাস্তবতাকে স্বীকার করিয়া নেওয়ার জন্য জনাব ভুট্টোকে আরও কিছু সময় দেওয়া যাইতে পারে, তবে তাহাকে আটক বাঙ্গালিদের অবিলম্বে বাংলাদেশের মাটিতে ফিরাইয়া দিতে হইবে। কারণ জীবিকার জন্যই তাহারা সাবেক পশ্চিম পাকিস্তানে গিয়াছিলেন, কোন যুদ্ধবিগ্রহ করার জন্য নয়। জনাব আহমদ বলেন, পাকিস্তান যদি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে তবেই উপমহাদেশের মানুষ একত্রে শান্তিতে বসবাস করিতে পারে। পাকিস্তানের সাধারণ মানুষের গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশ সর্বক্ষেত্রে সাহায্য ও সহযােগিতা করিবে এবং সাম্রাজ্যবাদীদের কবল হইতে মুক্তিকামী মানুষের সংগ্রামকে সমর্থন প্রদান করিয়া যাইবে। জনাব আহমদ মি. আলি শুকরিয়ার সহিত যুগােশ্লাভ সাহায্যে বাংলাদেশের যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হইবে সেইগুলির সমস্যাবলী নিয়াও আলাপ আলােচনা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!