You dont have javascript enabled! Please enable it!

এপ্রিল ৩, ১৯৭১, সােমবার ও দৈনিক ইত্তেফাক

জাতীয়করণের সুফল জনগণই ভােগ করিবে ? বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত শুক্রবার ঢাকা হইতে ৫০ মাইল উত্তরে হাইলজোরে এক বিরাট জনসভায় ভাষণ দানকালে বলেন, জাতীয়করণের প্রাক্কালে শিল্প প্রতিষ্ঠানগুলির মুনাফা মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির কুক্ষিগত হইত। জাতীয়করণের ফলে এখন হইতে জনগণই এই মুনাফা ভােগ করিবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশে পূর্ণাঙ্গ সমাজতন্ত্র প্রতিষ্ঠার পথে জাতীয়করণ একটি বলিষ্ঠ পদক্ষেপ। দেশের ভিতরে ও বাহিরে যাহারা ব্যাংক, বীমা এবং প্রধান প্রধান শিল্প জাতীয়করণের প্রয়াস নস্যাৎ করিবার ষড়যন্ত্র করিতেছে, তাহাদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি মােতাবেক কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা দৃঢ় পদক্ষেপে অগ্রসর হইব। তিনি বলেন, সরকার শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্প। দেশের বর্তমান পরিস্থিতির উল্লেখ করিয়া তিনি বলেন, দেশের বর্তমান খাদ্যাভাব মিটাইবার জন্য সরকার বন্ধু দেশগুলি হইতে খাদ্য শস্য আমদানি করিতেছে। এই প্রসঙ্গে তিনি চোরাচালানকারি, কালােবাজারি, মুনাফাখখার এবং মজুদদারদের সমাজবিরােধী কার্যকলাপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং এই সব দুষ্কৃতিকারীকে নির্মূল করিতে সরকারকে সহযােগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। (বাসস)।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!