You dont have javascript enabled! Please enable it!

মার্চ ৩১, ১৯৭২ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ

ঐক্যবদ্ধভাবে পুনর্গঠনের কাজে ব্রতী হন ঃ ঢাকা, ৩০ মার্চ (বাসস)। ঐক্যবদ্ধভাবে জাতীয় পুনর্গঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ রাজনৈতিক সংস্থাসমূহ ও তরুণ সমাজের প্রতি আবেদন জানান। তিনি বলেন, যে সমস্ত রাজনৈতিক দল ও ছাত্র সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে মুক্তি আন্দোলন পরিচালনা করেছিলেন, জাতির উন্নতি-অগ্রগতির জন্য তাদের অবশ্যই ঐকবদ্ধ থাকতে হবে। এখান থেকে ৪৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। মনােহরদীতে অনুষ্ঠিত এক জনসভায় বক্তৃতা দানকালে তিনি বলেন যে, তার দল সকল রাজনৈতিক দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। দলীয় মেনিফেস্টো বাস্তবায়নের উদ্দেশ্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য তিনি সকলের প্রতি আবেদন জানান। গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শ বাস্তবায়নের জন্য তার দল দৃঢ় সঙ্কল্পবদ্ধ। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তিনি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন। তিনি বলেন, যারা এখনও অস্ত্র সমর্পণ করেনি তারা বন্ধু নয়, দেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তরুণ সমাজের আত্মােৎসর্গের কথা উল্লেখ করে দেশ গড়ার কাজে তরুণদের আত্ম-নিয়ােগের জন্য তিনি আবেদন জানান। সমাজ বিরােধী ব্যক্তিদের বিরুদ্ধে সবসময় সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান। মুক্তিযুদ্ধের সময় গণ-প্রতিনিধিবর্গ যে ভূমিকা পালন করেছেন অর্থমন্ত্রী তার প্রশংসা করেন। ট্রেনিং গ্রহণের জন্য ৭১ জন এমসিএকে বিভিন্ন শিবিরে পাঠানাে হয়েছিল। তারা হানাদারদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন বলে তিনি জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!