You dont have javascript enabled! Please enable it! 1972.03.27 | দৈনিক পূর্বদেশ-নিগৃহীত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলুন - সংগ্রামের নোটবুক

মার্চ ২৭, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

নিগৃহীত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলুন ঃ ঢাকা, ২৬ মার্চ, (স্টাফ রিপাের্টার)। বাংলাদেশের প্রথম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে গতকাল সকালে ইনার স্টেডিয়ামে ঢাকার বিভিন্ন শিশু, কিশাের ও যুব সংস্থার কুচকাওয়াজ ও বিভিন্ন শারীরিক মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির ভাষণে জনাব তাজউদ্দিন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের নিগৃহীত মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গত বছর এই দিনে যখন হানাদার নরপশুরা আমাদের নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়েছিল তখন তােমরাই বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র প্রতিরােধ সৃষ্টি করেছিলে। তিনি বলেন, আজ দেশ স্বাধীন। এই স্বাধীন সােনার বাংলায় তােমাদের একটি সুশৃঙ্খল জাতি গড়ে তুলতে হবে। এ দেশেই তােমাদের গড়ে তুলতে হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও জোট-নিরপেক্ষতার ভিত্তিতে একটি শােষণহীন সমৃদ্ধশালী সমাজ। তিনি রাষ্ট্রবিরােধী তৎপরতা নস্যাৎ করার জন্য স্কাউটদের প্রতি আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আরাে বলেন, এতদিন তােমরা পরাধীন ছিলে, আজ তােমরা স্বাধীন। তােমাদের উদার মন ও প্রসারিত দৃষ্টিভঙ্গি নিয়ে এদেশের প্রত্যন্ত অঞ্চলে জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি