মার্চ ২৩, ১৯৭২ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
দালালদের আত্মপক্ষ সমর্থনের সুযােগ দেয়া হবেঃ ঢাকা, ২২ মার্চ (বাসস)। বর্বর হানাদার পাক বাহিনীর সাথে যােগসাজশকারী এবং তাদের অনুচরবৃত্তির অভিযােগে বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক প্রতিটি ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযােগ-সুবিধা দেয়া হবে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এই নিশ্চয়তা দেন। আটক ব্যক্তিরা যাতে ন্যায় বিচার পান সে জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। আজ অর্থমন্ত্রী আকস্মিকভাবে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করতে যান। মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন যে, যে সকল ব্যক্তি হানাদার বাহিনীর সাথে যােগসাজশ করে বাংলাদেশে নরমেধ যজ্ঞের সৃষ্টি করেছিল তাদের একজনও রেহাই পাবে না। চারঘন্টা ধরে পরিদর্শনকালে অর্থমন্ত্রী ইয়াহিয়া সরকারের তৎকালীন পূর্বপাকিস্তানের তথাকথিত গভর্নর ডাঃ এ. এম. মালেক, জনাব খান এ. সবুর, জনাব ফজলুল কাদের চৌধুরী এবং জনাব সােলায়মানসহ বেশ কিছুসংখ্যক দালাল হিসেবে অভিযুক্তদের সাথে কথাবার্তা বলেন। কেন্দ্রীয় কারাগারে বর্তমানে ৯ হাজার ৪৯৩ জন দালালির অভিযােগে বিচারের দিন গুণছেন। এদের মধ্যে ৫১ জনকে প্রথম শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫০জন মহিলাও রয়েছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি