You dont have javascript enabled! Please enable it! 1972.03.08 | দৈনিক পূর্বদেশ-স্বাধীনতার ফল সুসংহত করার জন্য সর্বশক্তি নিয়ােগ করুন - সংগ্রামের নোটবুক

মার্চ ৮, ১৯৭২ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

স্বাধীনতার ফল সুসংহত করার জন্য সর্বশক্তি নিয়ােগ করুন : ঢাকা, ৭ মার্চ (বাসস)। পাকিস্তানের হানাদার বাহিনী বাংলাদেশের যে-সব কারখানা এবং শিল্প ইউনিট ফেলে গেছে কিংবা ক্ষতি করেছে সেগুলাে চালু রাখার জন্য অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছেন। আজ ঢাকার কাছে কাচপুরে শারমিন টেক্সটাইল মিলস্ এর কাজ পুনরায় শুরু করা উপলক্ষে অর্থমন্ত্রী শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। অর্থমন্ত্রী বলেন যে, কঠিন পরিশ্রম ছাড়া এই শিল্পসমূহ চালু রাখা এবং দেশের জন্য অতি প্রয়ােজনীয় বৈদেশিক মুদ্রা ও খাদ্যসহ জীবন ধারণের প্রযােজনীয় দ্রব্যাদি আমদানি করা যাবে। জনাব আহমদ স্বাধীনতার ফলকে সুসংহত করার উদ্দেশ্যে দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে সর্বশক্তি প্রয়ােগ করার জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন যে, জনগণ নিজেদের জন্মভূমি মুক্ত করেছে। মেহনতি জনগণ যাতে স্বাধীনতার ফল ভােগ করতে পারেন তার জন্য সরকার চেষ্টার কোন ক্রটি করবে না। তাদের আশ্বাস দিয়ে বলেন যে, কোন কায়েমী স্বার্থবাদী গােষ্ঠীকে স্বাধীনতার সুফল অন্যায়ভাবে ভােগ করতে দেয়া হবে না। দুনীতিপরায়ণ ব্যক্তিদের হুঁশিয়ার করে দিয়ে অর্থমন্ত্রী বলেন যে, যুদ্ধ ক্ষেত্রে স্বীকৃত নীতির ভিত্তিতে কালােবাজারিদের বিচার করা হবে। জনগণের কষ্টার্জিত স্বাধীনতার সুফল তারা নিজেদের সুখ সুবিধার জন্যে বিলিয়ে দেবে সেটা সহ্য করা হবে না। পরে অর্থমন্ত্রী নবাব আবদুল মালিক জুট মিলস এর শ্রমিকদের এক সভায়ও বক্তৃতা করেন। আজ থেকে এই মিলটির কাজ চালু হয়েছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি