মার্চ ৪, ১৯৭২ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
ফারুক ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি ? স্টাফ রিপাের্টার। ১৯৭১ সালের মহাবিপ্লবের অন্যতম পথ প্রদর্শক শহীদ ফারুক ইকবালের স্মৃতির প্রতি গতকাল শুক্রবার গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ উপলক্ষে অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তথাকথিত স্বাধীনতার ২৫ বছরের স্বৈরাচারী শাসনের অন্ধকারে নিমজ্জিত দিনের ইতিহাস বিশ্লেষণ করে বলেন যে, শত বাধা-নিষেধ, ঘাত-প্রতিঘাত সত্ত্বেও সংগ্রামী ছাত্র সমাজ কখনাে মাথা নত করেনি। তিনি ১৯৪৮ সালের ৩১ অক্টোবরের প্রথম ছাত্র সভাকেই পরবর্তী গৌরবদীপ্ত ইতিহাস প্রণয়নের উন্মোচক বলে অভিহিত করেন। তিনি বলেন, এখনাে বাংলাদেশে পাকিস্তানের এজেন্টরা রয়েছে, যারা মুক্তিবাহিনীর ছদ্মবেশ ধারণ করেছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি