You dont have javascript enabled! Please enable it! 1972.02.29 | দৈনিক বাংলা-ভূমি ও শিল্প নীতিতে খেটে খাওয়া মানুষের কল্যাণের বিধান থাকবেঃ জামালপুর (ঢাকা), ২৮ ফেব্রুয়ারি (বাসস) - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২৯, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

ভূমি ও শিল্প নীতিতে খেটে খাওয়া মানুষের কল্যাণের বিধান থাকবেঃ জামালপুর (ঢাকা), ২৮ ফেব্রুয়ারি (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল বলেন যে, দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণের নিশ্চয়তা বিধান করেই সরকার তার সুচিন্তিত ভুমি ও শিল্প নীতি ঘােষণা করবেন। স্থানীয় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় ভাষণ দানকালে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান ভূমি ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন সাধন করা হবে। সরকারের নীতিই হবে দেশকে শ্রমিক শ্রেণীর আবাসভূমিরূপে গড়ে তােলা, কতিপয় সুবিধা ভােগীর আবাসস্থল হিসেবে নয়। জনাব তাজউদ্দিন আহমদ দেশে শান্তি ও শৃংখলা বজায় রাখার জন্য জনগণের প্রতি বিশেষ করে তরুণ সমাজ ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান। যুদ্ধাবস্থার ভিত্তিতে জাতীয় পুনর্গঠনের কাজে আত্মনিয়ােগ করার জন্যেও তিনি সবার প্রতি আহ্বান জানান। অর্থনীতি পুনর্গঠনের কাজে জনগণ, বিশেষ করে তরুণ সমাজের যে দায়িত্ব রয়েছে, তা পালনে তাদের উদ্যোগের কোন অভাব হবে না বলেও তিনি জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, বিশেষ করে সাধারণ মানুষ বছরের পর বছর কায়েমী স্বার্থবাদীদের দ্বারা শশাষিত হয়ে এসেছে। এই কায়েমী স্বার্থবাদীদের গ্রাস থেকে সাধারণ মানুষকে মুক্ত করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে ৩০ লাখ লােক প্রাণ দিয়েছে। অকাতরে এই আত্মবলিদান শুধুমাত্র “পাকিস্তান” শব্দটির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ ব্যহারের জন্য নয়। এই স্বাধীনতার অর্থ আবহমানকালের দারিদ্র্য, শােষণ আর অর্থনৈতিক অন্যায়ের হাত থেকে সত্যিকারের মুক্তি। কঠোর ও স্বার্থহীন কাজের মধ্য দিয়ে জাতি গঠনের জন্য তিনি জনগণের প্রতি আকুল আহ্বান জানান। কৃষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার বদ্ধপরিকর। যান্ত্রিক কৃষি ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানাের ব্যবস্থাও হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি