You dont have javascript enabled! Please enable it! 1972.02.23 | দৈনিক বাংলা-শান্তি থাকলে দেশ দু'বছরেই খাদ্যে স্বাবলম্বী হবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ২৩, ১৯৭২ বুধবার ঃ দৈনিক বাংলা

শান্তি থাকলে দেশ দু’বছরেই খাদ্যে স্বাবলম্বী হবে ঃ কাপাসিয়া, ২১ ফেব্রুয়ারি (বাসস/বিপিআই)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশে শান্তি ও সমাজে শৃংখলা রক্ষার ওপর গুরুত্ব আরােপ করেছেন। তিনি সমাজ থেকে দুষ্কৃতিকারী ও সমাজ বিরােধীদের উৎখাত করার কাজে ছাত্র, যুবক ও মুক্তিযােদ্ধাদের সাহায্য কামনা করেন। তিনি এখানে এক বিরাট জনসভায় বক্তৃতা করছিলেন। তিনি বলেন, শান্তি শৃংখলা থাকলে এবং সরকার নির্বিঘ্নে কাজ করার সুযােগ পেলে দুই বছরেই দেশকে খাদ্যে স্বাবলম্বী করা যাবে তিনি বলেন, আমরা এখানে কৃষকশ্রমিকরাজ কায়েম করব  যেখানে শােষণ থাকবে না, প্রত্যেকের খাদ্য, আশ্রয়,  শিক্ষা ও চাকুরি লাভের অধিকার থাকবে।  আমরা শূন্য হাতে যুদ্ধে জিতেছি, খুব কম সময়ে স্বাধীনতা আনতে পেরেছি। বিধ্বস্ত অবস্থায় শূন্য সিন্দুক নিয়ে দেশও গঠন করতে পারব। তিনি জনগণকে সরকারের কার্যক্রমের উপর সতর্ক দৃষ্টি রাখার ও ভুল শুধরিয়ে দেয়ার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে অর্থমন্ত্রীকে “বঙ্গতাজ” উপাধিতে ভূষিত করা হয়। উল্লেখযােগ্য যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ কাপাসিয়া থানারই সন্তান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি