You dont have javascript enabled! Please enable it!

ফেব্রুয়ারি ১৮, ১৯৭২ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ

মন্ত্রীরা সংগঠনের কর্মকর্তা থাকতে পারবেন না ঃ আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী মন্ত্রীরা দলীয় পদমর্যাদায় অধিষ্ঠিত থাকতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরি কমিটির বৈঠকের পর জনাব তাজউদ্দিন আহমদ সাংবাদিকদের কাছে এ কথা বলেন। সাড়ে চার ঘন্টা ধরে এই বৈঠক চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি