ফেব্রুয়ারি ৫, ১৯৭২ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
অর্থমন্ত্রী কর্তৃক রিলিফ তৎপরতায় বেসরকারী প্রচেষ্টার প্রতি গুরুত্ব আরােপ ? বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দখলদার পাকিস্তানী বাহিনী বর্বরতার শিকার আমাদের ভাইদের সাহায্য ও পুনর্বাসনে সরকারী তৎপরতাকে জোরদার করার ব্যাপারে বেসরকারী উদ্যোগের প্রতি বিশেষ গুরুত্বারােপ করেছেন। বিপিআইয়ের খবরে প্রকাশ, মন্ত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি আবাসিক এলাকার কতিপয় উৎসাহী ব্যক্তির উদ্যোগে গঠিত একটি রিলিফ কেন্দ্র উদ্বোধনকালে উপরােক্ত মন্তব্য করেন। তিনি এ ধরনের রিলিফ কেন্দ্র গঠনের মাধ্যমে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার জন্যে দেশের যুব সমাজের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। জনাব আহমদ বর্বর পাকিস্তানী বাহিনীর হাতে নির্যাতিতা মহিলাদের সম্পর্কে বলেন যে, এই মা-বােনদের সমাজে অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন যে, জাতীয় স্বাধীনতার জন্যে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মা কেবল সেই দিনই শান্তি পাবে, যেদিন দেশে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার অর্থনীতি কায়েমের মাধ্যমে শােষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রতিটি লােকের মুখে হাসি আমরা ফোটাতে পারব।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি