You dont have javascript enabled! Please enable it!

জানুয়ারি ২৯, ১৯৭২ শনিবার ও দৈনিক বাংলা

আগামী ৫ মাসে ৫ লাখ টন খাদ্য শস্য আসছে ঃ নয়াদিল্লী, ২৮ জানুয়ারি (বাসস)। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে, খাদ্য ঘাটতি পূরণের জন্য আগামী ৫ মাসে ৫ লাখ টন খাদ্য শস্য আসবে। তিনি বলেন, ইসলামাবাদ সরকারের ঔপনিবেশিক নীতির ফলে উর্বর মাটির দেশে বাংলাদেশ খাদ্য ঘাটতি থেকে গেছে। বাংলাদেশের অর্থমন্ত্রী জানান যে, বাংলাদেশে কাগজি মুদ্রা পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে পাকিস্তানী সৈন্যরা মুদ্রাস্ফীতির প্রাবল্যকেও কবর দিয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রী আরাে বলেন যে, এই যুগে কোন দেশই বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। সাহায্যের জন্য প্রত্যেকটি দেশকেই একে অপরের উপর নির্ভর করতে হয়। তাই তার দেশ যে কোন দেশের সাহায্যকেই স্বাগত জানাবে। তবে তিনি সাথে সাথে এ মর্মেও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, এ ধরনের সাহায্যের ফলে আমাদের নবজাত রাষ্ট্রের কোন ক্ষতি সাধিত হবে না; অবশ্যই তার নিশ্চয়তা থাকতে হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!