জানুয়ারি ২৪, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
জনসাধারণের ভাগ্য উন্নয়নে অর্থ ব্যয়িত হবে ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ঘােষণা করেন যে, বাংলাদেশের গণ-মানুষের ভাগ্য উন্নয়নের জন্যই কেবল অর্থ ব্যয় করা হবে। যুদ্ধের জন্য কোন অর্থ ব্যয় করা হবে না। গতকাল রবিবার রাতে লালবাগআজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ইউনিট ১৪) কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির ভাষণ দানকালে তিনি উক্ত ঘােষণা করেন। স্বাধীনতা অর্জনের পর দেশ পুনর্গঠনের অপরিসীম গুরুত্বের উল্লেখ করে তিনি দেশের তরুণ সমাজকে স্বাধীনতার ফল ঘরে ঘরে পৌছে দেয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করে বলেন যে, দেশের তরুণ সমাজ যুদ্ধ ক্ষেত্রের চেয়েও অধিক বীরত্ব নিয়ে জাতি গঠনের কাজে এগিয়ে আসবেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকার তীব্র সমালােচনা করে বলেন, “আমরা বহু জীবনের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কেউ আমাদেরকে গম ও আর্থিক সাহায্য দিয়ে বিভ্রান্ত করতে পারবে না। তিনি বলেন, স্বাধীনতার জন্য ৩০ লক্ষ লােক প্রাণ দিয়েছে।
৩ কোটি লােক গৃহহারা হয়েছে, লক্ষ লক্ষ নারী লাঞ্ছিত হয়েছে এবং ১ কোটি লােক দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশে ইয়াহিয়া চক্রের নির্যাতনের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন যে, ইয়াহিয়া যেভাবে মাতৃজাতিকে লাঞ্ছিত করেছে—হিটলার লক্ষ লক্ষ ইহুদি হত্যা করলেও মাতৃজাতিকে এত লাঞ্ছনা দেয়নি। তিনি বলেন যে, ভবিষ্যতে যাতে কেউ মা-বোেনদের বেইজ্জতি না করে সে ব্যবস্থা করা হবে। জনাব তাজউদ্দিন বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং মুক্তিবাহিনীর প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে সক্রিয় সমর্থন দানের জন্য ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। অর্থমন্ত্রী জানান, ভারত সরকার বাংলাদেশের জন্য দৈনিক আড়াই কোটি টাকা ব্যয় করেছেন। এ ছাড়াও আমাদের মুক্তিযােদ্ধা ট্রেনিং ও অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি