জানুয়ারি ১৩, ১৯৭২ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে উত্তরণ। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও স্টাফ রিপাের্টার। হানাদার পাকিস্তানী বাহিনীর বর্বর আক্রমণে বিপর্যস্ত নির্যাতিত নিপীড়িত বাংলাদেশের মানুষের জীবনকে দুর্যোগ ও রাহুমুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন জাতিকে নিজে নেতৃত্ব দেবার বিঘােষিত সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীন জাতির প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার অপরাহ্নে বঙ্গভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সাথে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশের নয়া মন্ত্রিসভার অপর ১১ জন সদস্যও শপথ গ্রহণ করেন। বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। তুমুল করতালি এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যে রাষ্ট্রপতি জনাব চৌধুরী প্রধানমন্ত্রী হিসাবে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে দায়িত্বভার গ্রহণের আমন্ত্রণ জানান এবং আমন্ত্রণ গ্রহণ ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নামের তালিকা পেশ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর শেখ মুজিব রাষ্ট্রপতির কাছে তার মন্ত্রিসভার ১১জন সদস্যের নামের তালিকা পেশ করেন।
রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়ােগের কথা ঘােষণা করেন এবং একে একে সকলের শপথ গ্রহণ করান। উল্লেখযােগ্য যে, অনুষ্ঠানের প্রথম দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশের উন্নতি এবং দেশের পার্লামেন্টারি পদ্ধতির সরকার বাস্তবায়নের জন্যে মন্ত্রিসভার পক্ষ থেকে নবনিযুক্ত রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরীর নিকট পদত্যগ-পত্র পেশ করেন। রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করেন এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ ও নয়া মন্ত্রিসভা গঠনের আমন্ত্রণ জানান। জাতির জনকের অনুপস্থিতিতে তাজউদ্দিন মন্ত্রিসভা ১৯৭১ সালের ১৭ এপ্রিল থেকে মােট ২শ ৭০দিন এ দায়িত্ব পালন করেন এবং গৌরবােজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে মুক্ত করেন। এ সময় সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্টপতি এবং জনাব তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন। তাজউদ্দিন মন্ত্রিসভার পদত্যাগপত্র গ্রহণকালে রাষ্ট্রপতি জনাব আবু সাঈদ চৌধুরী মুক্তিসংগ্রামে এই মন্ত্রিসভার ভূয়সী প্রশংসা করেন। নতুন মন্ত্রিসভায় জনাব তাজউদ্দিনকে অর্থ, রাজস্ব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি