You dont have javascript enabled! Please enable it! 1971.10.26 | পশ্চিম জার্মান টেলিভিশনের সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম - সংগ্রামের নোটবুক

২৬ অক্টোবর ১৯৭১ঃ পশ্চিম জার্মান টেলিভিশনের সাথে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম পশ্চিম জার্মান টেলিভিশনের সাথে ২৪ তারিখে ধারণকৃত এবং এদিন প্রচারিত হয়। সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্ন যুদ্ধ লাগলে ভারত শুধু আত্মরক্ষাই নয় তারা লাহোর চলে যাবে এবং সে ভুমিতেই যুদ্ধ হবে তার এ মন্তব্য আত্মরক্ষামূলক কিনা প্রশ্নের জবাবে রাম বলেন অবশ্যই না। আমরা শত্রুকে তার সিমানায় নিয়ে যাব। এক পর্যায়ে তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করব। আর এধরনের অভিযানকে আগ্রাসন বলা যাবে না। সীমান্তে সৈন্য সমাবেশ সম্পর্কে তিনি বলেন বর্তমানে যা ঘটছে তাতে ভারত কতটা জড়িত তার বিশ্লেষণ অন্যরা করবে। ভারতের মাথা বেথার কারন ভারতে এখন ৯৫০০০০০ শরণার্থী আশ্রয় নিয়েছে। এটা অবশ্য ভারতীয় অর্থনীতিকে ভেঙ্গে দেয়ার ষড়যন্ত্র। তা ছাড়া পাকিস্তান বলেছিল মুক্তি বাহিনী যদি পূর্ব পাকিস্তানের কিছু এলাকা দখল করে মুক্তাঞ্চল ঘোষণা করে তবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। পাকিস্তানের এ উক্তি ভারতকে সিমান্তে সৈন্য সমাবেশ করতে বাধ্য করা হয়েছে। এধরনের বক্তব্য এ যে কোন দেশ ই সৈন্য সমাবেশ করতে বাধ্য