You dont have javascript enabled! Please enable it! 1971.12.31 | দৈনিক পূর্বদেশ-প্রত্যেক বাস্তুহারার পুনর্বাসন করা হবে - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ৩১, ১৯৭১ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ

প্রত্যেক বাস্তুহারার পুনর্বাসন করা হবে : ঢাকা, ৩০ ডিসেম্বর। গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বাংলাদেশের প্রতিটি বাস্তুহারাকে সমাজে উপযুক্তভাবে পুনর্বাসিত করা হবে। পুনর্বাসনের দাবিতে একদল বাস্তুহারা বঙ্গভবনে গেলে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশ সরকারের এক হ্যান্ড আউটে এ কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে, পাকিস্তানী সামরিক জান্তার অত্যাচারে বাংলাদেশের ৩ কোটিরও বেশি লােক বাস্তুহারা হয়েছেন এবং বাংলাদেশ সরকার তাদের পুনর্বাসনের জন্য পূর্ণ দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রী যে কোন মূল্যে শান্তি বজায় রাখা এবং অর্থনীতি পুনর্গঠনে কঠোর পরিশ্রম করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন ও ঢাকা (এপিবি)। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল বৃহস্পতিবার আহত মুক্তিযােদ্ধা ও বেসামরিক নাগরিকদের দেখার জন্য মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শনকালে আহত মুক্তিযােদ্ধা ও বেসামরিক নাগকিদের পরিবারকে যথাসাধ্য সাহায্য দেয়া হবে বলে আশ্বাস দান করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি