৩০ সেপ্টেম্বর ১৯৭১ কূটনীতিক অপহরণ
পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানাইয়াছেন গত ২৮ সেপ্টেম্বর নয়াদিল্লিস্থ পাক হাই কমিশনের ৪ জন কূটনীতিককে স্বপরিবারে হরিয়ানার কাছে একটি চেক পোস্ট থেকে পুলিশ আটক করে অজ্ঞাত স্থানে আটক রাখা হইয়াছে। তাহারা বাঙালি কূটনীতিক ছিলেন। তাহারা সরকারি নির্দেশে একটি বাস যোগে পাকিস্তান প্রত্যাবর্তন করিতেছিলেন। ভারত পূর্বপরিকল্পিত ভাবে কাজটি করিয়াছে কারন ঘটনাস্থলে সাংবাদিক ফটোগ্রাফার রাখা হইয়াছিল। ভারতের এহেন কাজ কূটনীতিক শিষ্টাচারের পরিপন্থী। উক্ত ঘটনা দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটাইবে। পররাষ্ট্রদপ্তর আজ ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার কে দপ্তরে ডাকিয়া করা প্রতিবাদ জানায়। প্রতিবাদ লিপিতে কূটনীতিকদের আশু মুক্তি দাবি করা হয়।