ডিসেম্বর ২১, ১৯৭১ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
মার্কিন অর্থনৈতিক সাহায্য গ্রহণের প্রশ্নই উঠে না ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট হইতে বাংলাদেশের অর্থনৈতিক সাহায্য গ্রহণের সম্ভাবনা বাতিল করিয়া দিয়াছেন। গত রবিবার আকাশবাণী কলিকাতার সর্বশেষ বাংলা বুলেটিনে এ খবর পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, যখন পাকিস্তানের স্বৈরাচারী সামরিক জান্তা বাংলাদেশের জনগণকে নির্বিচারে হত্যা করিয়াছে, বাংলার মানুষের ঘর বাড়ি জ্বালাইয়া দিয়াছে ও সহায় সম্বল কাড়িয়া লইয়াছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাক হইয়া তাকাইয়া দেখিয়াছে। বাংলার জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পাকিস্তানী হত্যাকারীদেরকে সক্রিয় সাহায্য দিয়াছে এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়াছে। অতএব মার্কিন অর্থনৈতিক সাহায্য গ্রহণের প্রশ্নই উঠে না। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সহিত কথা বলিতেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দেশে প্রত্যাবর্তনের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা রচিত হইয়াছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি