You dont have javascript enabled! Please enable it! 1971.03.17 | তাজউদ্দিনের আহ্বানে সমবায় সংস্থার সাড়া | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

মার্চ ১৭, ১৯৭১ বুধবার ও দৈনিক পূর্বদেশ

তাজউদ্দিনের আহ্বানে সমবায় সংস্থার সাড়া : চট্টগ্রাম ‘১৬ মার্চ (এপিপি)। গত । ১১ মার্চ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি থানা কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলােকে পুরােদমে কর্মতৎপরতা চালিয়ে যাবার জন্য যে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম থানা কেন্দ্রীয় সমবায় সংস্থাগুলাের ফেডারেশন তার প্রতি অভিনন্দন জানিয়েছেন। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তার বিবৃতিতে যারা । অর্থনৈতিক তৎপরতায় নিয়ােজিত রয়েছেন তাদের সর্বোচ্চ পরিমাণে উৎপাদন করার জন্য এবং অর্থনীতিকে পুরােদমে চালু রাখার জন্য অনুরােধ করেন। ফেডারেশনের এক প্রেস রিলিজে বলা হয় যে, রাজনৈতিক বিজ্ঞতাসুলভ এই আহ্বানে জীবনের সর্বস্তরের লােকের অনতিবিলম্বে ব্যাপকহারে ও সক্রিয়ভাবে সাড়া দেয়া প্রয়ােজন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি