ফেব্রুয়ারি ২৩, ১৯৭১ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
অগ্নি শপথ নিন ? স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গত শনিবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সলিমুল্লাহ নৈশ কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজ ছাত্র সংসদ আয়ােজিত এই অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ জনাব এম. এ. হামিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তাজউদ্দিন আহমদ ভাষা আন্দোলনের শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করিয়া ভাষণ দানকালে এই দিবস উপলক্ষে বাংলার গণমানুষের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং চিন্তার স্বাধিকার আদায়ের অগ্নিশপথ গ্রহণ করার জন্য বাংলার ছাত্র-যুবক-জনতার প্রতি আহ্বান জানান। আন্দোলনের মূল লক্ষ্য ছিল স্বাধিকার অর্জন। বর্তমানে এই আন্দোলন একটি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হইতে চলিয়াছে বলিয়া উল্লেখ করিয়া তিনি বলেন যে, কায়েমী স্বার্থবাদীগণ আঘাতের জন্য প্রস্তুত নিতেছে। তিনি হুঁশিয়ার বাণী উচ্চারণ করিয়া বলেন যে, বাংলার জাগ্রত মানুষও এই চক্রান্ত প্রতিহত করার জন্য প্রস্তুত রহিয়াছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি