You dont have javascript enabled! Please enable it!

ফেব্রুয়ারি ১৫, ১৯৭১ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

শাসনতন্ত্রের রূপরেখা আলােচনা সমাপ্ত ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির অধিবেশন শেষে সাংবাদিকদের নিকট সভার বিবরণী দানকালে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সভায় ৬-দফা ও ১১-দফার ভিত্তিতে শাসনতন্ত্রের খসড়ার মূল নীতি সম্পর্কে আলােচনা করা হয় এবং সভায় ৬-দফা ও ১১-দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনার সিদ্ধান্তের পুনরুক্তি করা হয়। তিনি বলেন যে, সভায় শাসনতান্ত্রিক সকল বিষয়ে আলােচনা করা হয় এবং এই অভিমত প্রকাশ করা হয় যে, ৬-দফা ও ১১-দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়নের ব্যাপারে আওয়ামী লীগ সকল মহলের সহযােগিতাকে স্বাগত জানাইবে।। তিনি বলেন যে, প্রেসিডেন্ট ইয়াহিয়া বিলম্বে হইলেও জাতীয় পরিষদ অধিবেশন ডাকিতে সক্ষম হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সভায় লাহােরে ভারতীয় বিমান হাইজ্যাক

সম্পর্কে আলােচনা করা হইয়াছে। তিনি বলেন যে, ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ভারতের সঙ্গে এক প্রকার মােকাবিলার মত অবস্থাসহ ভারতের উপর দিয়া পাকিস্তানী বিমান চলাচল নিষিদ্ধ করার বিষয়েও পূর্ণাঙ্গ আলােচনা করা হয়। নির্বাচনােত্তর ওয়ার্কিং কমিটির প্রথম সভার বিবরণ দানকালে জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হইয়াছে। তিনি বলেন, পূর্ব-পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা মন্দ হইতে মন্দতর হইতেছে এবং দ্রব্য মূল্য বাড়িয়া গিয়াছে। খাদ্য সমস্যা প্রকট এবং বেকারত্ব বৃদ্ধি সম্পর্কেও সভায় পর্যালােচনা করা হইয়াছে। তিনি বলেন যে, ওয়ার্কিং কমিটি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রদেশের দুর্গত ও অসহায় জনসাধারণের নিকট খাজনা আদায় স্থগিত রাখার জন্য সরকারের নিকট আবেদন জানাইয়াছেন। তিনি বলেন যে, সভায় ঘূর্ণিঝড় ও জলােচ্ছাস-দুর্গত এলাকার জনগণের চরম অর্থনৈতিক দুর্গতি সম্পর্কেও আলােচনা করা হয়। জনাব তাজউদ্দিন বলেন যে, সভায় জনাব এম. এ. আজিজের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করা হয়।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!