You dont have javascript enabled! Please enable it! 1971.01.02 | দৈনিক ইত্তেফাক-স্বাধিকার প্রতিষ্ঠার সগ্রাম জয়যুক্ত হইবেই - সংগ্রামের নোটবুক

জানুয়ারি ২, ১৯৭১ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

স্বাধিকার প্রতিষ্ঠার সগ্রাম জয়যুক্ত হইবেই : স্টাফ রিপাের্টার পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, ন্যায়, সত্য ও স্বাধিকার প্রতিষ্ঠা এবং জন্মভূমি পুনরুদ্ধারের মরণপণ সংগ্রামে লিপ্ত প্যালেস্টাইন মুক্তিসংস্থা আল-ফাতাহর জয় হইবেই। কারণ অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের বিজয় অনিবার্য। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে প্যলেস্টাইন বিপ্লব শুরুর ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়ােজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন। অনুষ্ঠানে শিল্পাচার্য জয়নুল আবেদীনও বক্তৃতা করেন। জনাব তাজউদ্দিন আহমদ তাহার বক্তৃতায় প্যালেস্টাইন সমস্যার পটভূমি বিশ্লেষণ প্রসঙ্গে বলেন যে, সাম্রাজ্যবাদী চক্রান্তে প্যালেস্টাইনী জনগণ হইয়াছে মােহাজের আর বহিরাগত ইহুদিরা প্যালেস্টাইনের মাটিতে গড়িয়াছে স্থায়ী ঘাঁটি। তিনি বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে লড়িয়া সত্য প্রতিষ্ঠা এবং মাতৃভূমিকে উদ্ধার করার জন্য আল ফাতাহ যে স্বাধিকার সংগ্রাম চালাইতেছে উহা চিরদিন স্তব্ধ করিয়া রাখার সাধ্য ইসরাইলের মােশে দায়ানের নাই। জনাব তাজউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ স্বদেশের শােষিত-বঞ্চিত জনগণের স্বাধিকার সংগ্রামের নেতৃত্ব দিতেছে। তাই প্যালেস্টাইনীদের এই সগ্রামের সঙ্গে এই দলের পূর্ণ একাত্মতা রহিয়াছে। তিনি তার দল এবং জনগণের পক্ষ হইতে আল-ফাতাহর সংগ্রামে সক্রিয় সহযােগিতার আশ্বাস প্রদান করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি