You dont have javascript enabled! Please enable it! 1971.02.11 | দৈনিক ইত্তেফাক-মহান শহীদ দিবস পালনের জন্য তাজউদ্দিনের আহ্বান - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ১১, ১৯৭১ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

মহান শহীদ দিবস পালনের জন্য তাজউদ্দিনের আহ্বান ঃ স্টাফ রিপাের্টার। পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে প্রভাত ফেরি, শহীদদের আত্মার মাগফেরাত কামনা, সভা, আলােচনা সভা প্রভৃতি কর্মসূচির মাধ্যমে আগামী ২১ ফেব্রুয়ারি যথাযােগ্য মর্যাদার সহিত শহীদ দিবস পালন করার জন্য আওয়ামী লীগের প্রতিটি শাখার প্রতি আহ্বান জানাইয়াছেন। বিবৃতিতে জনাব তাজউদ্দিন বলেন, রক্ত স্মৃতি বিজড়িত মহান ২১ ফেব্রুয়ারি সমাগত। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে ৫২ সালের এইদিনে বরকত, সালাম, রফিক, জব্বার এবং আরও নাম না জানা শহীদ আত্মহুতি দিয়াছিল। তাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হইয়াছে বাংলা রাষ্ট্রভাষা হিসাবে। ৫২-র ভাষা আন্দোলন কেবল বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন ছিল না, ইহা ছিল রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম সুস্পষ্ট পদক্ষেপ। ৫২-র রক্তরঞ্জিত পথ ধরিয়াই কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রত। বাংলার মুক্তি সনদ ৬-দফা এবং ঐতিহাসিক ১১-দফার রক্তক্ষয়ী আন্দোলন ৫২ সালের আন্দোলনের প্রত্যক্ষ ফলশ্রুতি।

বিবৃতিতে জনাব তাজউদ্দিন বলেন, সুদীর্ঘ ২৩ বৎসর পর প্রথম বারের মত জাতীয় সাধারণ নির্বাচন সমাপ্ত হইয়াছে। অতি শীঘ্র শাসনতন্ত্র রচিত হইবে। সামরিক সরকার গণ-প্রতিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করিবার অঙ্গীকার করিয়াছেন। কিন্তু গণ-বিরােধী ও কায়েমী স্বার্থবাদী গােষ্ঠী জাতির গণতন্ত্রে উত্তরণের পথে বাধা প্রদান করিবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রহিয়াছে। গণতন্ত্রকামী জনগণকে এই ষড়যন্ত্রের মােকাবিলা করিবার জন্য অতন্ত্র প্রহরীর মত সর্বদাই প্রস্তুত থাকিতে হইবে। কারণ আজও আমাদের সংগ্রাম শেষ হয় নাই। বিবৃতিতে জনাব তাজউদ্দিন একুশের শহীদদের স্বপ্নকে বাস্তবায়িত করিবার জন্য রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালু করার উদ্দেশ্যে সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। শহীদদের গৌরবােজ্জ্বল স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করিয়া তিনি দেশবাসীকে কথায়, কাজে ও চিন্তায় বাংলা ভাষা ব্যবহার করিবার জন্য আবেদন জানাইয়াছেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি