You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ২৯, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

দ্রুত পুনর্বাসনের কাজ শুরু ও পর্যাপ্ত সাহায্য প্রেরণের দাবি ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ঘূর্ণি ও জলােচ্ছ্বাস বিধ্বস্ত উপকূলীয় এলাকায় অবিলম্বে পর্যাপ্ত খাদ্য, গৃহ নির্মাণ সামগ্রী সরবরাহ এবং মহামারি প্রতিরােধক ও বিশুদ্ধ পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। তিনি বিধ্বস্ত এলাকায় যাহারা সহায় সম্বলহীন অবস্থায় বাঁচিয়া রহিয়াছেন তাহাদের আশু পুনর্বাসন এবং উপকূলীয় জনসাধারণের নিরাপত্তার উদ্দেশ্যে অবিলম্বে উপকূল এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি ভােলা জেলার বিভিন্ন স্থানে চারদিনব্যাপী দুর্গম মানুষের মধ্যে খাদ্য দ্রব্যসহ জীবন ধারণের ন্যূনতম প্রয়ােজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এছাড়াও স্থানীয় বেতােয়া খালের তীর, বিল এবং ধান খেতের মধ্যে হইতে অনেক লাশ উদ্ধার করিয়া জনসাধারণের সহায়তায় তিনি লাশগুলির সকারের ব্যবস্থা করেন। জনাব তাজউদ্দিন আহমদ দুর্গত এলাকায় ভয়াবহ খাদ্য সঙ্কটের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করিয়া বলেন যে, নােয়াখালি হইতে ভােলা পর্যন্ত সমগ্র বিধ্বস্ত এলাকায় কোথায়ও ধানের খেতে ধান নাই। তিনি চরাঞ্চলে যে সকল দিন-মজুর শ্রেণীর লোেক কাজ করিতে গিয়া প্রাকৃতিক দুর্বিপাকে পড়িয়া আত্মাহুতি দিয়াছেন তাহাদের সহায় সম্বলহীন পরিবারবর্গকেও সাহায্য দানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!