You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ২৩, ১৯৭০ মঙ্গলবার : দৈনিক ইত্তেফাক

সাহায্য দ্রব্য বিতরণে অব্যবস্থা সম্পর্কে অভিযােগ ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ দুর্গত এলাকায় সমন্বয় এবং যােগাযােগ ব্যবস্থার অভাবে সাহায্য দারুণভাবে ব্যাহত হইতেছে বলিয়া অভিযােগ করিয়াছেন। তিনি দুর্গত এলাকায় সাহায্যদ্রব্য লইয়া যানবাহন চলাচলের সুবিধার্থে অবিলম্বে ভাঙ্গাচোরা রাস্তাঘাট মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাইয়াছেন। প্রসঙ্গত উল্লেখযােগ্য যে, জনাব তাজউদ্দিন আহমদ নােয়াখালি জেলার ঘূর্ণিঝড় ও জলােচ্ছাস বিধ্বস্ত রামগতি, লক্ষ্মীপুর, চরমােহন, চরবেপারি প্রভৃতি এলাকায় সাহায্য দ্রব্য বিতরণ করিয়া গতকাল ঢাকায় ফিরিয়াছেন। জনাব তাজউদ্দিন বলেন, সাহায্য দ্রব্য বিতরণের ব্যাপারে সরকারী কর্মচারিদের মধ্যে কোন সময় নাই বলিয়া অভিযােগ করিয়া বলেন যে, কেবল রাস্তার পার্শ্বেই সাহায্য কর্ম সীমাবদ্ধ রহিয়াছে। তিনি আরও জানান যে, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকগণ অধিকাংশ ক্ষেত্রে দুর্গম এলাকায় সাহায্য দ্রব্য পৌছাইয়া দিতেছেন। তিনি সাহায্য দ্রব্য সরবরাহের ব্যাপারে সরকারী উদাসীনতায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং দুর্গম এলাকায় বিমান হইতে সাহায্য দ্রব্য নিক্ষেপের নিশ্চয়তা দানের দাবি জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!