You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ১৫, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

কালবিলম্ব না করে দুর্গতদের সেবায় ঝাপাইয়া পড়ুন ঃ (স্টাফ রিপাের্টার)। পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ সামুদ্রিক জলােচ্ছ্বাস ও প্রলয়ংকারী ঘূর্ণিবাত্যাজনিত ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করিয়া এক বিবৃতিতে অবিলম্বে বর্তমান অবস্থার মােকাবিলা করার জন্য সম্ভাব্য সকল পন্থা গ্রহণ ও সাহায্য প্রেরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। বিবৃতিতে তিনি সকল আওয়ামী লীগ কর্মীকে কালবিলম্ব না করে দুর্গত মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়ার জন্য অনুরােধ জানাইয়াছেন। বিবৃতিতে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, পুনরায় সামুদ্রিক জলােচ্ছ্বাস ও প্রলয়ংকরী ঘূর্ণির্বাত্যার ফলে সারা বাংলাদেশের উপকূলবর্তী এলাকাসমূহে মহাপ্রলয় ঘটিয়া গিয়াছে। প্রাথমিক রিপাের্টে সামুদ্রিক জলােচ্ছাসের ফলে হাজার হাজার লােক প্রাণ হারাইয়াছে বলিয়া জানা গিয়াছে। প্রকৃতির রুদ্র রােষে ভাগ্য বিপর্যয় ঘটিয়াছে অসংখ্য মানুষের। ঘূর্ণির্বাত্যায় বিধ্বস্ত সারা বাংলাদেশে মৃত্যুর নীরবতা বিরাজ করিতেছে। অগণিত নর-নারীর হাহাকার আর ক্রন্দন ধ্বনিতে আকাশ-বাতাস ভারাক্রান্ত। হাজার হাজার আদম সন্তান অসহায় অবস্থায় দুর্যোগপূর্ণ ভবিষ্যতের পানে তাকাইয়া আছে। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাসমূহের সাথে সকল প্রকার যােগাযােগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হইয়া গিয়াছে। বিবৃতিতে জনাব তাজউদ্দিন বলেন, প্রকৃতির ক্রুদ্ধ ছােবলে যারা অকালে প্রাণ হারাইয়াছেন আমি তাদের রুহের মাগফেরাত কামনা করিতেছি; ক্ষতিগ্রস্থ এবং শােকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাইতেছি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!