You dont have javascript enabled! Please enable it! 1971.11.11 | দৈনিক ইত্তেফাক-ভােট গ্রহণ সমাপ্তির সঙ্গে সঙ্গে গণনা ও ফলাফল ঘােষণার দাবি - সংগ্রামের নোটবুক

১৯৭০ নভেম্বর ১১, বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

ভােট গ্রহণ সমাপ্তির সঙ্গে সঙ্গে গণনা ও ফলাফল ঘােষণার দাবি ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গতকাল সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিটি ভােট কেন্দ্রে ভােট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভােট গণনা এবং ফলাফল ঘােষণার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আমরা সংবাদপত্রের মাধ্যমে জানিতে পারিয়াছি যে, সমগ্র পশ্চিম পাকিস্তানের ভােট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভােট কেন্দ্রে প্রাথমিক গণনা এবং ফলাফল ঘােষণা করার জন্য নির্বাচনী কমিশন এক সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। কিন্তু নির্বাচনী কমিশন বাংলাদেশে ভােট গণনার ব্যাপারে এই সিদ্ধান্ত স্থগিত রাখিয়াছেন। সর্বত্র গুজব শােনা যাইতেছে যে, কমিশন নির্বাচনের দিন বাংলাদেশের থানা হেডকোয়ার্টারসমূহে ভােট গণনা করার কথা চিন্তা করিতেছেন। দেশের সাধারণ নির্বাচনে ভােট গণনা নিয়া নির্বাচনী কমিশন দেশের দুই অংশের জন্য দুইটি ভিন্ন সিদ্ধান্ত কেন গ্রহণ করিতেছেন তা আমাদের বােধগম্য নয়। বাংলাদেশের প্রতিটি ভােটকেন্দ্রে ভােট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভােট গণনা এবং ফলাফল ঘােষণার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমি নির্বাচনী কমিশনের নিকট আবেদন জানাইতেছি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি