নভেম্বর ৮, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক
শত উস্কানির মুখেও শান্তি রক্ষা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুনঃ স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ খুলনার খালিশপুর ও রাজধানী ঢাকাসহ প্রদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের শান্তিপূর্ণ নির্বাচনী শােভাযাত্রার উপর নির্বাচন বানচাল প্রয়াসী প্রতিক্রিয়াশীল মহলের সুপরিকল্পিত ও নগ্ন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করিয়াছেন এবং শত উস্কানির মুখেও শান্তি-শৃংখলা বজায় রাখিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ ও আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই চক্রান্তের সঠিক জবাব দানের জন্য জনসাধারণ বিশেষতঃ আওয়ামী লীগ কর্মীদের প্রতি আহ্বান জানাইয়াছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন যে, প্রতিক্রিয়াশীল অশুভ শক্তির হামলায় খুলনায় ৪ জন নিহত ও ঢাকাসহ বিভিন্ন স্থানে শতাধিক লােক আহত হইয়াছে। খুলনায় একজনকে নির্মমভাবে পােড়াইয়া মারা হইয়াছে এবং ঘরবাড়ি জ্বালাইয়া দিয়া প্রায় ৫ হাজার নিরীহ নর-নারীকে গৃহহীন করা হইয়াছে। তিনি এইসব ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। জনাব তাজউদ্দিন হামলায় নিহতদের আত্মার শান্তি এবং তাদের শােকসন্তপ্ত পরিবারবর্গের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি