You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ৬, ১৯৭০ শুক্রবার ও দৈনিক ইত্তেফাক

স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগারদের বহিষ্কার করার নির্দেশ ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দলের পার্লামেন্টারি বাের্ডের সেক্রেটারি জনাব তাজউদ্দিন আহমদ যে সব আওয়ামী লীগ সদস্য দলের শৃঙ্খলা ও নীতি লংঘন করিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিতেছেন এবং দলের নামও ব্যবহার করিতেছেন, তাহাদের বহিষ্কার করার জন্য সকল জেলা আওয়ামী লীগ শাখার প্রতি নির্দেশ জারি করিয়াছেন। গত রবিবার জারিকৃত এক সার্কুলারে এই নির্দেশ দেওয়া হয় এবং এই তথ্য গতকাল সংবাদপত্রসমূহের নিকট পরিবেশিত হয়। জনাব তাজউদ্দিন সার্কুলারে বলেন, আওয়ামী লীগ হাই কমান্ড জানিতে পারিয়াছেন যে, জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা এমন কিছু স্বতন্ত্র প্রার্থীর সম্মুখীন হইতেছেন, যারা দলের নীতি শৃংখলার বরখেলাপ করিয়া নির্বাচনে দাঁড়াইয়াছেন এবং একই সঙ্গে আওয়ামী লীগের নামও ব্যবহার করিতেছেন। ইহা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগের নাম ব্যবহারকারী এইসব স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের কোনই সম্পর্ক নাই। সার্কুলারে আরও বলা হয়, “পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির অনুমােদন সাপেক্ষে অবিলম্বে এইসব স্বতন্ত্র প্রার্থীকে দল হইতে বহিষ্কার করা এবং উহা করা হইল কিনা, অবিলম্বে জানাইবার জন্য সকল জেলা আওয়ামী লীগ ইউনিটগুলির প্রতি নির্দেশ দেওয়া যাইতেছে। উল্লিখিত স্বতন্ত্র প্রার্থীদের পক্ষাবলম্বন করিয়া যে সব আওয়ামী লীগ নেতা ও কর্মী আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থীরা বিরুদ্ধে কাজ করিতেছেন, তাহার বিরুদ্ধেও অবশ্যই অনুরূপ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। বিষয়টি অত্যন্ত জরুরী।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!