You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ৯, ১৯৭০ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক

প্রতিক্রিয়াশীল চক্রই ইসলামের নামে ঐক্যবদ্ধ হইয়াছেঃ সিরাজদিখান (মুন্সিগঞ্জ), ৮ সেপ্টেম্বর। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আজ স্থানীয় রাজানগর হাইস্কুল ময়দানে বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে বলেন যে, কায়েমী স্বার্থবাদীদের এজেন্ট সকল প্রতিক্রিয়াশীল চক্র ইসলাম পছন্দ’ নামে ঐক্যবদ্ধ হইয়াছে এবং ইহারা জনগণের কল্যাণের কোন তােয়াক্কা করেন না। তিনি এই চক্রের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, প্রতিক্রিয়াশীল চক্র কখনও জনগণের খাদ্য, চিকিৎসা, বস্ত্র, শিক্ষা ও বাসস্থান সমস্যা সমাধানের কথা বলেন। মুন্সিগঞ্জ মহকুমার সিরাজদিখান থানার বন্যাদুর্গত জনগণের মধ্যে সাহায্য বিতরণের উদ্দেশ্যে জনাব তাজউদ্দিন আজ লঞ্চযােগে রাজাপুর পৌছেন। বক্তৃতা প্রসঙ্গে জনাব তাজউদ্দিন আহমদ স্থানীয় জনসাধারণের ঐতিহ্যের ভূয়সী। প্রশংসা করেন। তিনি বলেন যে, এককালে বিক্রমপুরের জনসাধারণ কৃষি সম্পদ ও ছােটখাট ব্যবসা নিয়া যথেষ্ট সুখে বাস করিত। কিন্তু এক্ষণে তাহাদের সেই সুদিন। আর নাই। কারণ বৎসরের ৬ মাস যে অঞ্চলের চাষের জমি পানির নীচে থাকে, সেই অঞ্চলেই ফসলের সময়ে পানির অভাবে চাষ করা অসম্ভব হইয়া দাঁড়ায়। আলু ও কলা চাষের প্রয়ােজনীয় পানির ব্যবস্থা করার জন্যই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ইছামতি ও মধুমতি খাল পুনঃখননের কাজ শুরু করিয়াছিল। জনাব তাজউদ্দিন দুঃখের সঙ্গে বলেন যে, সেই খাল খননের কাজ এখনও সমাপ্ত হয় নাই।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!