You dont have javascript enabled! Please enable it! 1970.08.19 | দৈনিক ইত্তেফাক-ত্রৈলােক্য মহারাজের আদর্শ অনুসরণের জন্য তাজউদ্দিন আহমদের আহ্বান - সংগ্রামের নোটবুক

আগস্ট ১৯, ১৯৭০ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক

ত্রৈলােক্য মহারাজের আদর্শ অনুসরণের জন্য তাজউদ্দিন আহমদের আহ্বান পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ত্রৈলােক্য মহারাজের ত্যাগ-তিতিক্ষা এবং দীর্ঘ সগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাহার আদর্শের কথা উল্লেখ করিয়া তাহার আদর্শ অনুসরণের জন্য দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। সম্প্রতি লালকুঠিতে অনুষ্ঠিত ত্রৈলােক্য মহারাজের স্মৃতিসভায় বক্তৃতা প্রসঙ্গে জনাব তাজউদ্দিন আহমদ মহারাজের সহিত একসঙ্গে কারাগারে থাকাকালীন এবং পরবর্তীকালের আলাপপরিচয়ের স্মৃতিচারণ প্রসঙ্গে বলেন, মহারাজ পূর্ব-বাংলার উদারনৈতিক এবং সাম্প্রদায়িক সংকীর্ণমুক্ত যুব-সমাজের প্রতি খুবই আস্থাবান ছিলেন। স্বাধীনতাউত্তরকালে মহারাজের রাজনৈতিক চিন্তাধারার উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, পাকিস্তানের আজীবন নাগরিক ভিন দেশ ভারতীয় জাতির নিকট যে শ্রদ্ধা ও সম্মান লাভ করিয়াছেন, তাহতে আমরা গৌরবান্বিত হইয়াছি। পাকিস্তানী সংগ্রামী নাগরিকদের প্রতি ভারতবাসীর এই শ্রদ্ধা নিবেদনে আমরা গর্ববােধ করিতেছি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি