You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ১৩, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

বন্যাদুর্গত এলাকায় তাজউদ্দিন ও স্টাফ রিপাের্টার। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গতকাল বুধবার বিকালে মগবাজার, নয়াটোলা, মিরেরটেক প্রভৃতি বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তিনি মগবাজার আওয়ামী লীগের উদ্যোগ যে সাহায্য শিবির খােলা হইয়াছে উহাও পরিদর্শন করেন। তিনি নৌকাযােগে প্রতিটি বন্যাদুর্গত বাড়িতে গিয়া বন্যার্তদের সঙ্গে আলােচনা করেন। তিনি আওয়ামী লীগ স্বেচ্ছাসেকগণকে বন্যার্তদের সাহায্যার্থে আগাইয়া আসার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি