You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ৪, ১৯৭০ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ জনগণের জন্য সংগ্রাম করিবে ও স্টাফ রিপাের্টার। গত রবিবার বিকালে নবাবপুর রেল ক্রসিংয়ের নিকটে নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক বিরাট কর্মী সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, আওয়ামী লীগ বাঙ্গালি-অবাঙ্গালি নির্বিশেষে দেশের সকল দরিদ্র জনগণের জন্য সংগ্রাম করিবে। তিনি বলেন যে, যতদিন অধিকার প্রতিষ্ঠিত না হইবে ততদিন আওয়ামী লীগ বাঙ্গালি-অবাঙ্গালি সকলকে একত্রে লইয়া সংগ্রাম চালাইয়া যাইবে। তিনি বলেন যে, কোন জুলুম আওয়ামী লীগ যে গ্রাহ্য করে না, উহা সংগঠনের নেতৃবৃন্দ বার বার প্রমাণ করিয়াছেন। তিনি আরও বলেন যে, দলের প্রধান শেখ মুজিবুর রহমান দীর্ঘ ১১ বৎসর জেলে ও অন্তরীণ থাকিয়াছেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, এ দেশের জনগণের দুর্ভাগ্য এই যে, বিগত ২৩ বছরে জনগণের পছন্দসই কেহ রাষ্ট্রের কর্ণধার হইতে পারেন নাই। তাই জনগণের দুঃখ-দুর্দশার কথাও সেইসব সরকার শুনেন নাই। তিনি বলেন যে, যেখানে দেশের দুই অংশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ববােধ জাগাইবার কথা, সেখানে কায়েমী স্বার্থবাদীরা তাদের স্বার্থ রক্ষার জন্য বিভেদ সৃষ্টি করিয়াছে।

ফলে বাঙ্গালিপাঞ্জাবি-সিন্ধি-বেলুচিস্তানের মধ্যে কোন অন্তরের যােগ স্থাপিত হয় নাই। জনাব তাজউদ্দিন আহমদ প্রদেশব্যাপী বন্যার ভয়াবহ তান্ডব সম্পর্কে আলােকপাত করিয়া এখনও কেন প্রদেশের বন্যা সমস্যার সমাধান হইল না, তাহার কারণ অনুসন্ধানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি ৬-দফার মাধ্যমে স্বায়ত্তশাসন কায়েম করিয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার দৃঢ় সংকল্প গ্রহণের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, আওয়ামী লীগের মেনিফেস্টোতে স্পষ্টভাষায় বলা হইয়াছে যে, স্থানীয় ও মােহাজের সম-অধিকার লাভ করিবে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য মােহাজেররা বাঙ্গালিদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সংগ্রাম করিবে। জনাকতাজউদ্দিন বলেন যে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনও চলিতেছে। শ্রমিকনির্যাতন অব্যাহত গতিতে চলিয়াছে; এই নির্যাতন অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!