You dont have javascript enabled! Please enable it!

জুলাই ২০, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

নির্বাচনের পথে বিঘ্ন সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হইবে ঃ সিংহশ্রী, ১৯ জুলাই। গতকাল ঢাকা জেলার কাপাসিয়া থানার সিংহশ্রী হাইস্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, বিগত ২২ বছরে শশাষণের নামে একশ্রেণীর পশ্চিমা শােষক পূর্ব-বাংলাকে সর্বস্বান্ত করিয়া দিয়াছে। তিনি বলেন, পাকিস্তানের গত ২২ বৎসরের ইতিহাস ষড়যন্ত্রের ইতিহাস। নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ একটা বাঁচার সম্ভাবনা দেখিতেছে। কায়েমী স্বার্থবাদীরা বা তার এজেন্ট একশ্রেণীর সরকারী কর্মচারিরা যদি নির্বাচন অনুষ্ঠানে বিঘ্ন সৃষ্টি করে, আওয়ামী লীগ দুর্বার গণ-আন্দোলনের মাধ্যমে তাহা প্রতিহত করিবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ইংরেজের অত্যাচার-জুলুম হইতে এ দেশের গরীব জনসাধারণকে রক্ষা করার জন্য আমরা পাকিস্তান আন্দোলন করিয়াছি এবং ইংরেজকে এ দেশ হইতে তাড়াইয়াছি। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর একশ্রেণীর স্বার্থবাদীদের চক্রান্তে বাংলার সম্পদ অন্যত্র পাচার হইয়া গেল। বাংলার মানুষের সরলতার সুযােগে সমস্ত সম্পদ ২২ পরিবারের নিকট চলিয়া গেল। ফলে এ দেশের গরীব আরও গরীব হইয়া গেল। জনাব তাজউদ্দিন বলেন, গরীব মানুষের দুঃখ-দুর্দশা মােচনের জন্য আমরা সােহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ গঠন করি এবং আজ পর্যন্ত শত জেল-জুলুম, আগরতলা ষড়যন্ত্র মামলাকে বরণ করিয়া আমাদের ন্যায়ের সংগ্রাম আমরা চালাইয়া যাইতেছি। জনাব তাজউদ্দিন বক্তৃতা প্রসঙ্গে বলেন, আমরা গত ২২ বৎসর যাবৎ জনগণের অধিকারের জন্য সংগ্রাম করিয়া আসিতেছি। আইয়ুব-মােনেমের অত্যাচার, জেলজুলুম আমাদের সেই সংগ্রামী মনােভাবকে দমাইতে পারে নাই।

আমরা মাথা নত করি নাই। জনাব তাজউদ্দিন বলেন, আমরা যখন পাটের ন্যায্য মূল্যের কথা বলি, তখন মওদুদী-নূরুল আমিন সাহেবরা সংহতির নামে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচ্ছিন্নতার অপবাদ দিয়াছে। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মাটিকে, বাংলার মানুষকে ভালবাসে। তাই এ দেশে ছাত্র, শ্রমিক, কৃষক গুলি খাইয়া শেখ মুজিব ও আমাদের জেল হইতে, আগরতলা মামলা হইতে মুক্ত করিয়া আনিয়াছে। জনাব তাজউদ্দিন বলেন, প্রয়ােজনে আমাদের রক্তের বিনিময়ে এ দেশের মানুষের দাবি আদায় করিব। তিনি বলেন, গত দশ বৎসর যারা এদেশে মানুষের উপর অকথ্য নির্যাতন, জেল-জুলুম, গুলি চালাইয়াছে, বৈষম্যের পাহাড় সৃষ্টি করিয়াছে, তারা আইয়ুবের পতনের পর নতুন বেশে জনগণকে বিভ্রান্ত করিবার জন্য ভােটের সময় মাঠে নামিয়াছে। জনাব তাজউদ্দিন জনগণকে এই সব দালালকে চিনিয়া রাখার জন্য এবং তাদের সম্পর্কে সতর্ক থাকার জন্য আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ ৫ অক্টোবরের নির্বাচনে ৬-দফার পক্ষে ভােট দিয়া মীরজাফরদের চিরতরে বাংলার মাটি হইতে উৎখাত করার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!