জুলাই ২০, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক
এম. এ. আজিজের মুক্তি দাবি ঃ (স্টাফ রিপাের্টার) পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ চট্টগ্রামে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জনাব এম. এ. আজিজকে বিনাশর্তে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। দেশের রাজনৈতিক গগনে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা, বিশেষ করিয়া নির্বাচন অনুষ্ঠানের মত প্রশান্ত পরিবেশ পুনপ্রতিষ্ঠার স্বার্থে আটক সকল রাজনৈতিক নেতা, ছাত্র ও শ্রমিকদের মুক্তিদানের জন্যও তিনি সরকারকে অনুরােধ করিয়াছেন।
বিভিন্ন পর্যায়ে বেপরােয়াভাবে সামরিক বিধি-বিধান প্রয়ােগে উদ্বেগ প্রকাশ করিয়া জনাব তাজউদ্দিন বলেন যে, প্রকৃত প্রস্তাবে সাম্প্রতিককালে রাজনৈতিক কারণে ছাত্র ও শ্রমিকদের যেভাবে ব্যাপকহারে গ্রেফতার করা হইয়াছে এবং স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ তাহাদের বিরুদ্ধে যে বেপরােয়াভাবে সামরিক বিধির প্রয়ােগ করিতেছে। তাহাতে গভীর উদ্বেগ সঞ্চার করার কারণ আছে। তিনি বলেন, যে সব ব্যবস্থার দায়িত্বহীন ব্যবহার বা প্রয়োেগ উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি করিতে পারে এবং তার ফলশ্রুতিতে দেশকে অনিশ্চয়তা ও অধঃপতনের সীমাহীন গহ্বরে নিপতিত করিতে পারে সেই বিষয়ে ন্যায়সঙ্গতভাবে প্রশাসন ব্যবস্থার তরফ হইতে ধৈর্যশীল হওয়া ও সংযম অনুশীলনের প্রয়ােজন ছিল। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক বলেন যে, প্রতিশ্রুত নির্বাচনের প্রাক্কালে জনাব আজিজের আকস্মিক গ্রেফতার গণতন্ত্র, প্রতিনিত্বশীল সরকার পুনপ্রতিষ্ঠায় আগ্রহী মহলে অশুভ ইঙ্গিতবহ বলিয়া অনুভূত হওয়ার কারণ আছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি