জুলাই ১৭, ১৯৭০ শুক্রবার : দৈনিক ইত্তেফাক
বাংলার ৭ কোটি মানুষের বাঁচার দাবি অগ্রাহ্য করিবার শক্তি কাহারও নাই ? আড়াল (কাপাসিয়া), ১৪ জুলাই। আলেম সমাজ দেশের সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধার পাত্র হিসাবে পরিগণিত হইয়া আসিলেও আলেম নামধারী একশ্রেণীর লােকেরা বহুকাল হইতে তাহাদের ফরমায়েশি কর্মকান্ড ও অর্বাচীনতার দ্বারা গােটা আলেম সমাজের মুখে কলঙ্ক লেপন করিতে কসুর করেন নাই। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ঢাকা জেলার কাপাসিয়া থানাধীন আড়াল হাইস্কুল মাঠে আওয়ামী লীগ আয়ােজিত এক বিরাট জনসভায় ভাষণ দানকালে উপরােক্ত মন্তব্য করেন। মুহুর্মুহ করতালির মধ্যে জনাব তাজউদ্দিন ঘােষণা করেন যে, ১৯৪৬ সালে প্রভূত অর্থ সম্পদের অধিকারী ভারতীয় কংগ্রেসের আর্থিক প্রলােভন, তৎকালীন ভাড়াটিয়া আলেমদের ফতােয়ার হুমকি সত্ত্বেও যেমন বাংলার মানুষ পাকিস্তানের স্বপক্ষে রায় দিয়াছিল, ১৯৫৪ সালেও যেমন মুসলিম লীগের হাজারাে কূটি, জুলুম এবং পুনরায় ভাড়াটিয়া আলেমদের বিবি তালাকের ফতােয়া অগ্রাহ্য করিয়া বাংলার জনসাধারণ জালেমদিগকে কবরস্থ করিয়াছিল, ১৯৭০ সালেও ঠিক তেমনি অতি প্রগতিবাদীদের বাগাড়ম্বর কায়েমী স্বার্থবাদী চক্রের এনামের জোর এবং ভন্ড আলেমদের জঘন্য অর্বাচীনতা তুচ্ছ প্রমাণিত করিয়া বাংলার ৭ কোটি অধিকারপাগল মানুষ ৬-দফা ও ১১-দফার বিজয় সুনিশ্চিত করিবে। জনাব তাজউদ্দিন বলেন, “বাচার প্রশ্নে ঐক্যবদ্ধ বাংলার ৭ কোটি মানুষের রায়কে অগ্রাহ্য করিতে পারে এমন কোন শক্তির অস্তিত্ব দুনিয়ার বুকে নাই।”
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি