জুলাই ১৩, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক
গত ২২ বৎসরের ইতিহাস বৈষম্য, বে-ইনসাফী ও শােষণের ইতিহাস ঃ গত শুক্রবার বিকাল ৪টায় শ্রীপুর থানার রাজবাড়ি হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক বিরাট জনসভায় প্রধান অতিথির ভাষণে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন, গত ২২ বৎসর ধরিয়া পূর্ব-বাংলার গরীব জনসাধারণকে শােষণ করা হইয়াছে এবং পাকিস্তানের সমস্ত সম্পদ পশ্চিম পাকিস্তানের ২২ পরিবারের হাতে পুঞ্জীভূত করা। হইয়াছে। জনাব তাজউদ্দিন আহমদ তার দীর্ঘ বক্তৃতায় এ দেশের মানুষের দুঃখ-দুর্দশা, নির্যাতন, জেল-জুলুমের এক করুণ চিত্র তুলিয়া ধরেন। তিনি বলেন, পাকিস্তানের গত প্রায় দুই দশকের ইতিহাস বৈষম্যের, বে-ইনসাফীর, গােলাগুলি ও শােষণের ঘটনাবলীতে পরিপূর্ণ। এই শশাষণ হইতে পূর্ব-বাংলাকে মুক্ত করার জন্য ৬-দফা দেওয়া হইয়াছে। প্রয়ােজন হইলে রক্ত দিয়া এই ৬-দফা বাস্তবায়ন করিয়া গরীব জনসাধারণের দুঃখ মােচন করা হইবে বলিয়া তিনি ঘােষণা করেন। জনাব তাজউদ্দিন বলেন, মওদুদী সাহেব বাংলার দাবির কথা উঠিলেই পাঞ্জাব হইতে ফতােয়া দেন, অথচ বাংলার গরীব মানুষের উপর গত ২২ বৎসর যখন অত্যাচার হইয়াছে, সম্পদ পাচার হইয়াছে, তখন তিনি ফতােয়া দেন নাই। জনাব তাজউদ্দিন কাপাসিয়া-মীর্জাপুর রাস্তার সংস্কার দাবি করেন। তিনি নিত্য | প্রয়ােজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করিয়া বলেন, গরীব জনগণের | ক্রয়ক্ষমতার দিকে লক্ষ্য রাখিয়া দ্রব্যমূল্য কমাইতে হইবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি