জুলাই ৬, ১৯৭০ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক
নির্বাচনে ৬-দফার পক্ষে রায় ঘোেষণা করুন ঃ স্টাফ রিপাের্টার। গত শনিবার বিকালে ঢাকা জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় প্রধান অতিথির ভাষণ দান প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আসন্ন নির্বাচনে ৬-দফা ও ১১-দফার পক্ষে ভােট দিয়া জনগণের গ্রহণযােগ্য শাসনতন্ত্র প্রণয়নের পথ সুগম করার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ তাহার দীর্ঘ তিন ঘন্টার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করিয়া বলেন যে, আজ যাহারা গণতন্ত্রের নামে মাঠে নামিয়াছেন তাহাদের কেহই বিগত ২২ বত্সরে জনগণের অধিকার আদায়ের পক্ষে সংগ্রাম করিয়া জেলে যান নাই এবং আগরতলার ন্যায় ষড়যন্ত্র মামলায় আটক হন নাই। তিনি বলেন যে, আইয়ুবের নির্যাতনের বিরুদ্ধে মওদুদী, নসরুল্লাহ, নূরুল আমিনরা সংগ্ৰাম না করিলেও আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে অত্যাচার নির্যাতনের ভ্রুকুটি এড়াইয়া জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালাইয়াছে। | জনাব তাজউদ্দিন আহমদ পাকিস্তানের শাসনতান্ত্রিক পশ্চাদপদতার কথা উল্লেখ করিয়া বলেন যে, ২২ বসরেও একটি স্বাধীন রাষ্ট্রের জন্য গ্রহণযােগ্য শাসনতন্ত্র রচিত হইল না—এমন নজির বিশ্ব ইতিহাসে বিরল।
তিনি বলেন যে, দেশ স্বাধীন হওয়ার পর ইহাই হওয়া উচিত ছিল প্রধান কাজ। যদিও বহুদিন পর একটি শাসনতন্ত্র কোনক্রমে প্রণীত হইয়াছিল, তাও এক কলমের খোচায় বাতিল করিয়া দেশে সামরিক শাসন জারি করা হইয়াছিল। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, জনগণের অধিকারের গ্যারান্টি সম্বলিত একটি শাসনতন্ত্র প্রণয়নের জন্যই আওয়ামী লীগ সংগ্রামে অবর্তীণ হইয়াছে। জনাব তাজউদ্দিন আহমদ খাজনা মওকুফ, সার্টিফিকেট ও বডি ওয়ারেন্ট প্রথা বাতিলের দাবি জানান। প্রদেশের প্রকট খাদ্য সমস্যার কথা উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন বলেন যে, যেখানে আগে পশ্চিম-পাকিস্তান খাদ্য ঘাটতি এলাকা ছিল, সেখানে এখন মঙ্গলা, তারবেলা, সিন্ধু অববাহিকা প্রকল্পের কল্যাণে ৬ লক্ষ টন খাদ্য উদ্বৃত্ত্ব হইতেছে। সেখানে চাউলের মূল্য ২৫/৩০ টাকা মণ আর এককালের শস্যভান্ডার বাংলাদেশে শুধু লক্ষ লক্ষ টন খাদ্য ঘাটতি তাহাই নহে, এখানে প্রতি মণ চাউলের দাম ৪৫/৫০ টাকা। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে বৈষম্যের উল্লেখ করিয়া জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, যেখানে পূর্ব-পাকিস্তানে খাদ্য দ্রব্যসহ সকল জিনিসপত্রের দাম পশ্চিম-পাকিস্তানের চেয়ে বেশি, সেখানে কোন যুক্তিতে পূর্বপাকিস্তানের চাইতে পশ্চিম-পাকিস্তানের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বেশি ধার্য করা হইল ?
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি