You dont have javascript enabled! Please enable it!

জুলাই ২, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

কেন্দ্রীয় বাজেট পূর্ব-পাকিস্তানের প্রতি বজ্রাঘাত স্বরূপ ঃ পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটকে পূর্বপাকিস্তানের প্রতি বজ্রাঘাতস্বরূপ’ বলিয়া উল্লেখ করেন। তিনি বলেন, উচ্চমূল্য ও কর ভারে জর্জরিত এ দেশের সাধারণ মানুষের উপর পরােক্ষ কর আরও নতুন বােঝা চাপাইয়া দিবে। বাজেটে বন্যা প্রতিরােধের জন্য যে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হইয়াছে—পূর্বপাকিস্তানের জীবন-মরণের প্রশ্নজড়িত বন্যা সমস্যা সমাধানের ব্যাপারে উহা সমুদ্রে বারিবিন্দুসরূপ বলিয়া তিনি মনে করেন। তিনি আরও বলেন, প্রদেশের খাদ্যশস্য | উৎপাদন বৃদ্ধির জন্য যেখানে সরকারের সাহায্য দান করা প্রয়ােজন, সেখানে সার ও কীট-পতঙ্গনাশক ঔষধের উপর কর ধার্য করিয়া সরকার প্রদেশের অর্থনীতির উপর মারাত্মক আঘাত হানিয়াছেন। আওয়ামী লীগ সম্পাদক সুপারি, কাগজ, শক্তিচালিত তাঁত, তামাক ও লবণ করের তীব্র সমালােচনা করিয়া উহা প্রত্যাহারের দাবি জানাইয়াছেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!