You dont have javascript enabled! Please enable it! 1970.06.25 | দৈনিক ইত্তেফাক-রক্তের বিনিময়ে হইলেও দেশের বুকে ৬-দফা কায়েম করিব - সংগ্রামের নোটবুক

জুন ২৫, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

রক্তের বিনিময়ে হইলেও দেশের বুকে ৬-দফা কায়েম করিব : কাপাসিয়া (ঢাকা), ২৩ জুন। গতকাল কাপাসিয়া থানার খামেরে এক বিরাট জনসভায় বক্তৃতাকালে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আইয়ুব-মমানেম এক কলমের খোঁচায় আপনাদের ভােটের অধিকার কাড়িয়া লইয়াছিলেন; কিন্তু আওয়ামী লীগ নেতা ও কর্মীদের জেল-জুলুম, অত্যাচার এবং আপনাদের সংগ্রামের বিনিময়ে এ দেশে পুনরায় ভােটাধিকার প্রতিষ্ঠিত হইয়াছে। তিনি বলেন, গত ২২ বৎসরের ইতিহাস বাঙ্গালিকে বঞ্চনার ইতিহাস, শােষণের ইতিহাস, গুলি করিয়া হত্যার ইতিহাস, অত্যাচারের ইতিহাস। শেখ মুজিবকে মিথ্যা মামলায় জড়াইয়া ফাসি দেওয়ার চেষ্টার ইতিহাস। জনাব তাজউদ্দিন বলেন, বাংলার দাবি উঠিলেই মওদুদী ফতােয়া লইয়া আসেন। তিনি মওদুদীকে হুঁশিয়ার করিয়া দিয়া বলেন যে, তিনি যেন ৬-দফার পিছনে না লাগেন। জনাব তাজউদ্দিন জনতাকে উদ্দেশ্যে করিয়া বলেন যে, মনু মিয়া, জোহা, আসাদ, মতিউর ও আনােয়ারা বুকের তাজা রক্ত দিয়া বাংলার দাবি প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন, আমরাও রক্তের বিনিময়ে হইলেও এদেশে ৬-দফা কায়েম করিব এবং গরীব জনসাধারণকে শশাষণ হইতে মুক্ত করিব। তিনি বলেন যে, অবিলম্বে গরীব। জনগণের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ, সার্টিফিকেট, বডিওয়ারেন্ট প্রথা। বাতিল, লবণ কর প্রত্যাহার এবং তাঁতীদের সমস্যা দূর করতঃ সরাসরি তাঁতী। সমিতি ও তাঁতী সমবায় সমিতির মাধ্যমে রং ও সুতা আমদানির ব্যবস্থা ও ইক্ষু চাষির ন্যায্য মূল্য দান করিতে হইবে। জনাব তাজউদ্দিন আগামী নির্বাচনে ৬-দফার পক্ষে রায় দিয়া জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আগাইয়া লইয়া যাইবার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি