জুন ২৩, ১৯৭০ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
সার্টিফিকেট জারির ফলে দরিদ্র চাষিকুল ভূমিহীন হইয়া পড়িতেছে ঃ স্টাফ রিপাের্টার। গত রবিবার ঢাকা হইতে প্রায় ২০ মাইল দূরে কালীগঞ্জ হাইস্কুল মাঠে এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বকেয়া খাজনার দায়ে দরিদ্র চাষিদের জমিজমা সার্টিফিকেট জারি করিয়া নিলাম বন্ধ করার জন্য সরকারের প্রতি আবেদন জানান। আওয়ামী লীগ নেতা বৎসরের এই মৌসুমে চাষিদের নিকট হইতে খাজনা আদায় স্থগিত রাখারও দাবি জানান। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, সার্টিফিকেট জারির ফলে দেশে নতুন সমস্যা সৃষ্টি ছাড়া কোন উপকার হইবে না। তিনি বলেন যে, সার্টিফিকেট জারির ফলে দেশের দরিদ্র চাষিগণ ভূমিহীন হইয়া পড়িতেছে এবং নতুন সমস্যারই সৃষ্টি হইতেছে। জনাব তাজউদ্দিন জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সার্টিফিকেট জারি বন্ধ ও ৮ কোটি টাকার কৃষি ঋণ মাফ করিয়া দিয়াছিল। পরে আইয়ুব শাসনামলে ইহা পুনরায় চালু হয়। এক শ্রেণীর ইসলাম দরদীদের সম্পর্কে জনাব তাজউদ্দিন বলেন, ইহারা আজ ইসলামের নামে জনসাধারণকে ধোকা দেওয়ার চেষ্টা করিতেছে। আওয়ামী লীগ নেতা সত্যিকার তাঁতী সমবায় সমিতিকে রং ও সুতা আমদানির লাইসেন্স প্রদানের দাবি জানান। তিনি শ্রমিকদের দাবি-দাওয়াসমূহ পুরণ ও গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তিদানের আবেদন জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি