এপ্রিল ১৪, ১৯৭০ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
বাংলার দাবি-দাওয়ার প্রশ্নে কোন আপােস নাই ? স্টাফ রিপাের্টার। গত রবিবার রাত্রে সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ভাষণ দান প্রসঙ্গে পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ঘােষণা করেন যে, পূর্ব-বাংলার দাবি-দাওয়ার প্রশ্নে আওয়ামী লীগ কোন মহলের সহিত আপােস করিবে না। তিনি আরও ঘােষণা করেন যে, পূর্ব-বাংলায় স্বায়ত্তশাসনসহ ৬-দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আপােসহীন সংগ্রাম চালাইয়া যাইবে। আওয়ামী লীগ নেতা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জামাতে ইসলামী কর্তৃক ধর্মের নাম ব্যবহার করার তীব্র সমালােচনা করেন। তিনি বলেন যে, জামাতে ইসলামী প্রধান মওলানা মওদুদী পাকিস্তান, কায়েদে আযম ও যুক্ত নির্বাচনের বিরুদ্ধেও ফতােয়া দিতে দ্বিধা করেন নাই। জনাব তাজউদ্দিন অভিযােগ করেন যে, যখনই বাংলার মানুষের দাবি-দাওয়া ও স্বার্থের কথা তােলা হয়, তখনই এই মওদুদী সাহেবদের ফতােয়া লইয়া আসিতে দেখা যায়।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি